এক পুটে কারো বাজিমাত
কেউবা কুপোকাত,
কেউ সাফল্যে উল্লাস করে
কারো আর্তনাদ।
জয় পরাজয় নিয়ম রীতি
হয় যে জীবন মাঝ,
পুটের হেতু জয়টি পেয়ে
দেখায় দাপট রাজ।
পুট সামান্য এক বিন্দু
নয়কো সে তো হীন,
বিন্দু থেকে সিন্ধুর সৃষ্টি
নদী সেথায় লীন।
উইপোকা হয় ক্ষুদ্র তবু
ফোপড়া করে গাছ,
শত্রু নিছক তুচ্ছ হলেও
পারে ধ্বংস কাজ।
শত্রুকে তাই দুর্বল ভেবে
রইলে নিশ্চিত চুপ,
চোখের সামনে দেখবে একদিন
তার বিধ্বংসী রূপ।