ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ গুচ্ছ
কুটুস পুটুস বলি;
দেখতে নন্দ বিকট গন্ধ
পাশ এড়িয়ে চলি।
সব দেশেতে পাই দেখতে
ঝোপে ঝাড়ে রয়;
পুটুস পাটুস চেয়ে চেয়ে
কিকথা সে কয়!
দূরারোগ্য ব্যাধি সুরাহা ওষধি
ল্যান্টেনা থেকে হয়;
করি অবহেলা তবু সহেলা
রূপের ফোয়ারা বয়।
ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ গুচ্ছ
কুটুস পুটুস বলি;
দেখতে নন্দ বিকট গন্ধ
পাশ এড়িয়ে চলি।
সব দেশেতে পাই দেখতে
ঝোপে ঝাড়ে রয়;
পুটুস পাটুস চেয়ে চেয়ে
কিকথা সে কয়!
দূরারোগ্য ব্যাধি সুরাহা ওষধি
ল্যান্টেনা থেকে হয়;
করি অবহেলা তবু সহেলা
রূপের ফোয়ারা বয়।