প্রিয়তম আমায় কোরোনা বঞ্চনা…
দিশেহারা আমি, অমন করে চেয়োনা ।
তোমাকে যে আমি বেসেছি ভালো,
চারিদিক ছেয়ে আছে রঙ্গীন আলো ।
বেঁধে নাও আমায় প্রণয় শাসনে,
রানীর মতো করে রাখো হৃদয় আসনে ।
সুখরাশি যত আছে দাও উজাড় করে,
ভালোবাসা সবটুকু দিলাম হৃদয় ভরে !
দাঁড়িয়ে আছো তুমি, রুদ্ধ করে দ্বার,
উথাল-পাথাল ঢেউ, কি করে হবো পার !
সাগরের জল যত দুই আঁখি ভরি ,
হাল ধরো, দাঁড় টানো, পাড়ে আনো তরী !
হৃদয় উৎস হতে অনাবিল স্রোতে,
মন চায় চলে যাই সেই স্রোতে ভেসে !
সলিলে সিক্ত মন মিলনের লাজে,
একে একে ভরে প্রেম নব-নব সাজে !
নিখিলের সুখ-দুখ, স্বপ্ন দুই নয়নে….
বসে আছি একা সখা, মধুর অমোঘ টানে !