কান পেতে ওই শোনো ফুটিফাটা মৃত্তিকার রোদন–
প্রখর তাপে কোথাও উড়ছে ধুলো ঝঞ্ঝা,
ইষ্টকের মতো পুড়ছে প্রাণীকুলের তন মন–
তাপদাহে জ্বলছে দৈনন্দিন জীবন যাত্রা,
সবুজের ধ্বংসে বৃষ্টি ধেয়ে আসে না–
মনিকরণ,বক্রেশ্বরের মতো জলাশয়ের জল টগবগে ফুটছে,
পৃথিবী আজ যেন জলের জন্য চাতক হয়ে গেছে··
চাতক পাখিদের মতো পিপাসার্ত হয়ে –
ফটিক জল ফটিক জল করে জলের সন্ধান করছে,
অসহায় প্রকৃতি ,পশু ও পাখিরা আগুনের ঝলকানিতে চাতক মন–
দিনকে দিন তাপের মাত্রা এতো বাড়বে–
রত্নাকর ও ফুলে ফেঁপে দস্যু রত্নাকরের মতো শহরতলীকে শীতল করতে মাথার উপর থাকবে,
জনমানবহীন শহর জলের তলায়–
শুধু এক ঝাঁক পাখি পারাবারের উপর দিয়ে উড়ে যাবে।