বক্ষ মাঝে রাশ রাশ দুঃখ জমা আছে ,
পিতা মাতা হারা হয়ে কষ্টে দিন কাটে;
হাত ধরে স্নানে পিতা নিয়ে যেতো ঘাটে,
কোথা গেলো সব তারা পেতে চাই কাছে,
কিবা দোষে বিধি বাম হরে নিলো সবে,
পাঠশালে নিয়ে পিতা যেতো হাত ধরে,
আজ তারা ছবি হয়ে চোখে জল ভরে;
পিতা মাতা ছাড়া কিগো মন লাগে ভবে?
প্রিয়জন হারা হয়ে বেঁচে থাকা দায়,
কত যত্নে করে বড়ো সব পড়ে মনে;
আশা ছিলো হৃদি মাঝে সেবা দিতে সবে,
ভাগ্যটা বিরূপ হলে কিবা করা যায়,
দিবানিশি কাঁদি বসে স্মৃতি লয়ে সনে;
যেথা থাকো দোয়া রেখো দুজনেই তবে।