যে রাতে গঙ্গাবক্ষে ভাসিয়েছিলে তুমি
শেষ প্রেমের নৌকা খানি,
যে রাতের হাসিতে চোখের নিচ দিয়ে
উড়ে যেত তিতির পাখি,
যে রাতে ফাগুন মাখা আগুনের হুংকারে
বসন্ত এসেছিল মোর ঘরে,
যে রাতে অস্থিরতার ধূসর ছায়া ভেঙে
তোমার আলো ছুঁয়েছিল নয়নাশ্রু ,
আমি ঘুমিয়ে ছিলাম সেদিনই,
হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে
ডেকো না পিছু আমায়।।
যে রাতে স্বপ্নের আকাশে রঙের মেলায়
মায়ার চাদরে ছিলে জড়িয়ে ,
যে রাতে জীবনের সকল সুর-তাল-ছন্দ কেটে
সকল শূন্যতা যায় রয়ে,
যে রাতে সঞ্চিত ব্যথা গুলো মনের দুয়ারে
অনবরত টোকা দিয়ে ছিলো,
যে রাতে পোড়া শরীরের ছটফটানিতে দেখেছি
মাংসের জ্বলন্ত ধ্বংসস্তূপ,
আমি ঘুমিয়েছিলাম সেদিনই,
হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে
কখনও ডেকো না পিছু আমায়।।