আঁকড়ে ধরে রাখে নাছোড়বান্দা পিছুটান, ক্ষণিকের মোহ অতিথির আপ্যায়নে সদা তৎপর,
প্রাণবন্ত সময় কাটে ঢেউ এর উত্তাল উচ্ছ্বাসে,
নির্লিপ্ত পদচারণায় ভাবনা গুলো মিলিয়ে যায় দূর দিগন্তে,
মনবীথির পাতাঝরা পথ ধরে এগোয় সরলরৈখিক জীবন।
কিছু অস্পষ্ট আঁকিবুঁকি লুকিয়ে থাকে বক্ররেখা বরাবর,
পাল তোলে নৌকো এগিয়ে চলে নিখুঁত উচ্চারণে,
পদচিহ্ন রেখে যায় না বিগত কানামাছি খেলা,
স্মৃতিচিহ্নের সুখপাখি পেখম মেলে সীমাহীন আনন্দে,
তবু হৃদপিন্ডের উঠানামায় রেখে যায় অন্তঃস্থ টান।
সম্পর্কের টানাপোড়েনে কিছু বাঁধন আলগা হয় আচম্বিতে,
ছটফট করে নাড়ি কাঁটা অনন্ত যন্ত্রণায়,
কিছু বন্ধনের পিছুটান রয়ে যায় জীবনের রঙ্গমঞ্চে,
অনুভূতি জড়ানো অবিচ্ছেদ্য পিছুটান ভালোবাসার মুক্তো মালায়………..