পৌষের মাঠে বসেছে পিকনিক রোদেরহাট
ময়ূরাক্ষী নদী পাখিচানের জল
গাছের পাতা গায়ছে বাউল
পথগুলো একতারা হাতে
সন্ন্যাসী
বৈরাগের নামাবলী গায়ে চাঁদহাটে পথ
জয়দেব পদ্মাবতীর সংসার
জলের অক্ষরে ভেসে যায়
অপূর্বপদাবলী
মাটির ছায়ায় থেমে থাকে
ধূপযন্ত্রনা
আশ্চর্য নিয়মের ফকিরি
দূর দূর পথে মেয়েদের বুবদুলানো কৃষ্ণসাজ
মাতাল তালপাতায় নিবিড় গীতগৌবিন্দ
নদীর স্রোতেরা ভিড় করে কুটিরে
সব পাখিরা বাড়ি ফিরে আকাশ চিনে
নক্ষত্রের শ্লোকের উচ্চারণে
নিপূন
চাঁদ পথভূলে নেমেছে জলে জ্যোৎস্নার নদীতীর দীপাবলীর প্রদীপ সারি সারি
ঠিক তখনই নামে
আশ্চর্যের একআলোর বংশীধারি