লাল কাঠ পিঁপড়ার আজ দুপুরে
হচ্ছে দেখি বিয়ে,
পিপীলিকা জোট বেঁধেছে
ভেপু বাজায় টিয়ে।
পিপীলিকা খুব কর্মঠ
ভার বহিতে পারে
মিষ্টির গন্ধ পেলেই দেখি
খুশিতে ঘাড় নাড়ে।
পিপীলিকা ছাতনা তলায়
গভীর চিন্তায় মগ্ন
মিষ্টির গন্ধে ক্ষুধা বাড়ছে
বহে যাচ্ছে লগ্ন।
ছাতনা তলায় বর ও কনের
শুভ দৃষ্টি হলো
পিঁপড়া দেখি বৌকে বলে
শ্বশুর বাড়ি চলো।