বসে থাকে পাখি
একা একা
যেমন চাঁদ জাগে
কাতর অন্তর কাঁদে
শুধু বাতাস বোঝে
সে কথা
আমি হতে চেয়েছি আমার
অশ্রুছায়ায় ভিজে
ভেতর বাহির
শুধু বেঁচে থাকা,মরে থাকা ও
অনন্ত তৃষ্ণার সন্তান গর্ভধারণে
বসে থাকে পাখি
একা একা
যেমন চাঁদ জাগে
কাতর অন্তর কাঁদে
শুধু বাতাস বোঝে
সে কথা
আমি হতে চেয়েছি আমার
অশ্রুছায়ায় ভিজে
ভেতর বাহির
শুধু বেঁচে থাকা,মরে থাকা ও
অনন্ত তৃষ্ণার সন্তান গর্ভধারণে