পাশে থাকবে বলে নতুন সূর্যোদয়ের দিকে তাকালাম
উদ্বেল উন্মুখ একট নিবিড় মুহূর্ত ভীষণ উদ্বিগ্ন ছড়ালো
তারপর ক্রমশঃ স্বপ্নময় সুদূর
তারপর ক্রমশঃ রামধনু নূপুর
ও আকুলতার ক্রমশঃ কোমল রোদ্দুর
আর অপেক্ষার প্রখর ভাঙনে কেবল চুপকথার
তীব্র অনুরণন শরীরে ছড়ালো
পাশে থাকবে বলে দহনগুলো দুহাতে সরিয়ে রাখলাম
দু’চোখের পাতায় চোখের জলের ক্ষত লুকিয়ে রাখলাম
তারপর ক্রমশঃ যাপন জীবনের গল্পগান
তারপর ক্রমশঃমনের আরও গভীর টান
ও নিঃশব্দে গড়ে তোলা নিজস্ব নির্মাণ
আর এগিয়ে যাবার আরও দূর পথের
তীব্র হাতছানির মুগ্ধতা হৃদয়ে জড়ালো
অথচ পাশে থাকবে বলে থাকলে না আর ।