ভবের মেলায় জীবন ভেলায়
চলছে কতো খেলা,
কখন আলো কখন আঁধার
পালা বদল মেলা।
সবাই জানি বেশতো মানি
আঁধার যদি আসে,
তারপরেতে সবার চিতে
আলোর জ্যোতি রাশে।
দিনের বেলা রবির আলো
রাতের বেলা কালো,
দুখে সুখে জীবন তরী
বয়ে চলে ভালো।
উত্থান পতন জোয়ার ভাটা
থাকে জীবন জুড়ে,
শুকনো গাছে সবুজ পাতা
জাগে আশার সুরে।
পালাবদল চলতে থাকে
জীবনচক্র ধরে,
কষ্টের পরে সুখের পরশ
মনকে দেয় যে ভরে।