যেথায় জ্বলে না সাঁঝের প্রদীপ
মন খারাপের ব্যথা,
ভূতের রাজার আধিপত্য রয়
পোড়া বাড়ির কথা।
প্রদীপ জ্বলতো গৃহস্থ বাড়ি
শঙ্খ ঘন্টা সাথে,
হঠাৎ দুর্ঘটনায় পড়ল বাড়ি
প্রাণটা গেল রাতে।
সকাল সাঁঝে প্রদীপ জ্বালো
তুলসী মঞ্চ পরে,
ধূপের ধোঁয়া ধুনোর ধোঁয়া
নারকেল ছোবা ভরে।
যাবে চলে দূরে অন্ধকার
ঠাকুর করবেন বাস,
ধনদেবতা পাতবে ঘরে আসন
সম্পত্তি হবে খাস।
খালি বাড়ি রয় বিপদজনক
হিংস্র পশুর স্থান,
সাঁপ ইঁদুর বাদুর বেজির
একত্রে ঠাঁই পান।
শাঁকচুন্নি ব্রহ্মদৈত্য পেত্ নি মামদো
জমিয়ে আড্ডা মারে,
দীপের আলোয় ভাঙে জটলা
পালায় পুকুর পাড়ে।