আমার থরে থরে স্মৃতি , বাকরুদ্ধ আত্মকথা
বাক্সবন্দী পান্ডুলিপি ও নির্মম নির্জনতা
কিম্বা গভীর কোনও রহস্যময়তা থেকে
বরং কোনও স্বপ্নময়তার স্পষ্ট উচ্চারণে
এসো, আমরা প্রথমে মনখারাপের কথা বলি
তারপর ভালোলাগার কথা বলতে বলতে
নিরুদ্বেগে পথ হাঁটি
পরিবেশ ক্রমশঃ স্বাভাবিক হয়ে এলে
মনখারাপগুলো জল ঢেলে ধুয়ে নিই
আর ভালোলাগাগুলো যতটা পারি টেনে দীর্ঘতর করি
এবং নতুন কোনও স্বপ্নের দিকে বাড়িয়ে দিই হাত
এরপর নতুন সম্পর্কগুলো দিয়ে একে একে
গড়ে তুলি এক একটি শক্তপোক্ত নতুন সাঁকো
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত
কখনও মিলবেনা জেনেও নিরন্তর
এই সাঁকো পারাপার…।