জীবন তরী চলে ভেসে ভবসাগরের নদীতে,
যা কিছু অর্জিত সৃষ্টির কাছে দায়বদ্ধ,
পাপ পূণ্যের ঘড়া বিচার্য অমোঘ দাঁড়িপাল্লায়,
প্রকৃতির অপরূপ অকৃত্রিম আপন সম্ভারে পরিপূর্ণা,
বড়ই চেনা খেয়াঘাটের সোনার তরীর মনমাঝি,
” ঠাঁই নাই ঠাঁই নাই’-
সোনার তরী নিয়ে যায় জীবনের সঞ্চিত ফসল,
পড়ে রয় ব্যক্তি অহং…….
পল্লী বাংলার রূপ অপরূপ সৌন্দর্য বৈশিষ্ট্যে,
অনুভূতির রঙে রঙিন নিত্য নতুন ঐশ্বর্যে,
হাসি কান্নায় প্রকৃতির খেলাঘরে শুধু সময় পারাপারের……
বয়ে চলে জীবন তরী ,
অদৃষ্ট খেয়া বায় নদীর ছলাত ছলাত শব্দে,
ঈশান কোণে জমে আছে মেঘ,
সময়ের কাছে বন্দী অর্জিত কর্মফল স্থায়িত্ব।
বিলিয়ে দাও জীবনের যতকিছু আহরণ,
মানব কল্যাণের বৃহৎ পরিসরে পরিপূর্ণতার আবেশে,
একাকী শূন্য নদীর তীরে অনাস্বাদিত মুক্তির আলোয় আলোকিত……