পাপ কর্মতে ভরেছে দেশ
চোখে পড়ে লয়;
অসৎ লোকের অসৎ কর্মে
লাগে ভীষণ ভয়।
জন্মের থেকে সৎ সঙ্গতে
স্বর্গবাস যে হয়;
অসৎ সঙ্গে জেনে রেখো
চরিত্রের হয় ক্ষয়।
পাপের ঘড়া পরিপূর্ণ
দেশটা প্রায়’ই শেষ;
ধরিত্রী মা কেঁদে কেঁদে
আলুথালু বেশ।
পাপ কর্মতে ভরেছে দেশ
চোখে পড়ে লয়;
অসৎ লোকের অসৎ কর্মে
লাগে ভীষণ ভয়।
জন্মের থেকে সৎ সঙ্গতে
স্বর্গবাস যে হয়;
অসৎ সঙ্গে জেনে রেখো
চরিত্রের হয় ক্ষয়।
পাপের ঘড়া পরিপূর্ণ
দেশটা প্রায়’ই শেষ;
ধরিত্রী মা কেঁদে কেঁদে
আলুথালু বেশ।