রোদের থাকে ফড়িং মন
থাকে স্বাদ হারাতে বাতাসের মাঠে
যেখানে মেঘেদের বাগান
রামধনু হাত দুটি বেনি বেঁধে দেয়
রোদ বসে পড়ে দারিদ্র্যের চাটায়ে
অসংখ্য পাখিমুখ ভিড় করে
নিচে নামে আকাশ
চাঁদ নীড় হারা পাখি হলে
বারান্দায় প্রজপতি রং ঢালে
গোবর নিকানো ওঠোনে
খড়ের ঘর কোকিলের গান
চব নদীর অধীর খেলা
মাটির ঘরে মেঘেদের বাজনা নেই
সাগরের ঊচ্ছ্বাস নেই পাওয়ার
আগের মত আমি নেই
ডাইনিং টেবিলে ব্লু,নীল লাইট
ঘরের ভেতর ঘর
দেওয়ালে,ছবিতে আদিবাসী মেয়েদের নগ্ন শরীর গড়িয়ে নামছে
উলঙ্গ পোষাকে সাজানো দেব দেবী
এ্যাকোরিয়ামে মাছেদের পেটে শোক গর্ভবতী হয়
পান্তাভাত নেই
একা থাকার ভিড় জমছে
পথজুড়ে
দূর নক্ষত্র ভাড়া বাড়িতে
আত্মীয় ,আপনজন
নেই সম্পর্ক রিপু করা হাতটি
মা নামে গ্রামটিও