যুগে যুগে রূপ নাম বদলে
পথ বদলে আসা
শুধু ওই চোখে
পানকৌড়ি হব তাই.
হাসির সিঁড়ি বেয়ে
নেমে যাওয়া
তোমার গভীরে
– সুখ উপন্যাস
শূন্য ঝুরি তে
তোমার স্বপ্ন ঢেলে দিলে
ব্রহ্মকমলের ঘ্রাণ
এমন দুই ফালি
কুমড়োর মিলনে
পূর্ণিমা
যুগে যুগে রূপ নাম বদলে
পথ বদলে আসা
শুধু ওই চোখে
পানকৌড়ি হব তাই.
হাসির সিঁড়ি বেয়ে
নেমে যাওয়া
তোমার গভীরে
– সুখ উপন্যাস
শূন্য ঝুরি তে
তোমার স্বপ্ন ঢেলে দিলে
ব্রহ্মকমলের ঘ্রাণ
এমন দুই ফালি
কুমড়োর মিলনে
পূর্ণিমা