পাত্র
ও পাড়ার হাসির আজ বিয়ে। মহা ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। কোন বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয় নি। হাসিদের বাড়িতেই প্যান্ডেল হয়েছে। বিভিন্ন মরশুমি ফুল দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য একটা বড় প্যান্ডেল তারপর খাবার দাবারের জন্য একটা প্যান্ডেল আর একটা প্যান্ডেল হয়েছে রান্নার জন্য।
আয়োজন একেবারে সম্পূর্ণ। সন্ধ্যার দিকে বর আসবে। তাই সাজ সাজ রব পুরো বিয়ে বাড়ি জুড়ে। একটু পরপর একজন এসে ফুস ফুস করে কি সব স্প্রে করে দিয়ে যাচ্ছে। আর পুরো বিয়ে বাড়ি সুগন্ধে ম ম করতে লেগেছে।
হাসি নিজের ঘরে বসে সাজতে বসেছে। সাথে ওর সহচরীরা আছে। বিউটি পার্লার থেকে লোক এসে হাসিকে সাজাচ্ছে।
সন্ধ্যা বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে। সারা বাড়ি রঙ বেরঙের আলোতে উদ্ভাষিত। খুব সমধুর আওয়াজে গান বাজছে। বলা ভালো ওস্তাদ বিসমিল্লাহ খানের সানাই বেজে চলেছে।
বিয়ে বাড়ি পুরোদস্তুর সেজে উঠেছে। এখন শুধু বরের আগমনের প্রতীক্ষা।
সন্ধ্যা সাতটা সাড়ে হবে হঠাৎ বিয়ে বাড়ি জুড়ে চিৎকার উঠলো এই হাসির পাত্র চলে এসেছে । হাসির পাত্র চলে এসেছে।
এই শুনে বিয়ে বাড়ির লোকজন মুখটিপে………….।।