আংটি সোনার হয় না বাঁকা ,
তবু আমার চলবে কাকা ।
থাকতে হবে অগাধ টাকা ।
মাথায় চুল না থাকে থাক ।
চওড়া কপাল, দীর্ঘ টাক ,
চলবে তাও বয়স ভারী ,
থাকে যদি দামি গাড়ি ।
আর চাকরিটা চাই সরকারি ।
বাঁদরে খায় সাঁকালু ,
চেহারা হোক মোটকু ভালু ,
বন্ধুরা সব ডাকে কালু ,
গবেট মাথা, নয়কো চালু ,
ঘুষ দিয়ে চাকরিটা তার ,
কি চাই বলো আর !
এমনই পাত্র করবো জোগাড় ,
বলুক লোকে ষাঁড় ।