শীত এলেই কাঁপন লাগে
বৃক্ষে বৃক্ষে ঝরে পাতা,
পত্র-পুষ্পহীন পর্ণমোচী
নি:স্ব-রিক্ত বুকে দাঁড়িয়ে
অরণ্যের দেশে দেশে।
ভোরের কুয়াশা আড়ালে
লুকিয়ে বসন্ত!
সময় হলেই আসে বসন্তের দূত,
শোনা যায় পিকধ্বনি,
ঋতু রাজের আগমনী গান!
কচি কচি সবুজ পাতায়
ছেয়ে যায় পত্রহীন বৃক্ষরাজি!
মর্মরিত ধ্বনি শুনে ভয় পেয়ো না,
দুয়ারে বসন্ত!