প্রেমের প্রতাপে পোড়ে গোপনীয় ভিলা
গনগনে কোনখানে জল দেবে নীলা !
তালার উপরে তালা , ভিতরে ফাগুন
নিবু নিবু দুপুরেও সমান আগুন ।
ভোলালে নেভানো যায় ? কাছে এলে আলো
দূরে গেলে অবকাশ আরও জমকালো ।
আঁধারেও চোখ জ্বলে বাদুড়ের মতো
পাতালে অতল হলে , যেতে সম্মত।
নিউরনে পেতে রেখে হরিনাভী টান
পারো কী পাথর হতে ? পাবে অভিমান ।
পথিক পায়ের পাতা এভাবে বাড়ালে
কীভাবে ছাড়াবে ছায়া , আমি না ছাড়ালে !