আমাদের ছোট বেলায়,
একটা স্বপ্নমাখা কমলা রঙের,
মিঠে রোদ্দুর ছিল।
ছিল তাল পাতার বাঁশি।
তুমি যখন কমলা রঙের রোদ মেখে, মাউথঅর্গান বাজাতে একমনে।
আমি বাজাতাম বাঁশি।
পারতাম না তবুও বাজাতাম
তুমি দেখতে আর হাসতে মিটিমিটি।
আমাদের শৈশবে কমলা রঙের মিঠে রোদ্দুর ছিল।
চোখে চোখে কথা ছিল।
ছিল না কোন মান অভিমান
মুখে ছিল সরল হাসি আর পাতার বাঁশি।