১
বিষাদ যেন হলুদ ফুল
পাপড়িতে তার শীতল কুয়শা ;
আকাশে শীত, মাটিতে শীত
বাতাসে কাঁপে শীর্ণ ভালোবাসা।
বিষাদ য়েন প্রেমের গান
শরীরে তার উত্তরের হাওয়া,
আকাশে ঘুম, মাটিতে ঘুম :
‘আর কত দিত তুষারে তরী বাওয়া ?’
২
বিষাদ যেন সমস্ত রাত একাকী নির্জন
স্বপ্নে পথ হাঁটা!
‘ভুলেই গেছি কবে, কাকে দিয়েছিলাম মন ;
কিছুই আজ পড়ে না মনে।’ . . .
সমস্ত রাত ঝরেছে ফুল। ভালোবাসা! তুমি এখন
কেমন আছো ?
চারদিকে আজ কঠিন অসুখ। ভালোবাসা! তুমি এখন
কেমন আছো ?