পাঠশালাতে ছাত্রেরা সব করছে-
লেখাপড়া
যোগ – বিয়োগের নামতা আর —
সুকুমারের ছড়া
দিদিমণি দিলেন এসে -‘ গরু ‘ রচনা-
লিখতে।
ছাত্ররা সব কাঁচুমাচু, কাঁপছে ভয়েতে।
ভীষন ক্ষেপে দিদিমণি বলেন—-
সবারে- ডেকে।
” গরু” রচনা লিখতে পারো না —
মাঠের গরু দেখে ?
ছুটির ঘন্টা বাজলে সবার মুখে হাসি ফুটে।
হুড়মুড়িয়ে উল্লাসেতে বাড়ির পানে ছুটে।