শিমুল পলাশ লালের রঙে
হাতছানি দেয় মনে,
প্রেমের আগুন জ্বালায় ফাগুন
পলাশ শিমুল বনে।
রঙের টানে পাখপাখালি
বসে গাছের ডালে,
অশোক কিংশুক রক্তিম রাগে
ঘোমটা টানে ভালে।
অলি মধুপ ফুলের বাগে
করে শুধু খেলা,
গুঞ্জরনে পরাগ মিলন
প্রজাপতি মেলা।
দোলের বার্তা কানে কানে
ফাগ আবিরের সনে,
পথে পথে বৃদ্ধ যুবা
খেলে জনে জনে।
বসন্ত প্রেম এল দ্বারে
আবেগ সোহাগ ভরে,
পাগল পারা মাতোয়ারা
পাগল প্রেমী তরে।