পাগলী তুই কেমন আছিস ?
অকারণে এখনো কেন স্বপ্নে ভাসিস ?
তোর জংলা শাড়ির আঁচল ওই হাওয়ায় ভাসে
পাগলী তুই দাঁড়িয়ে হাসিস আগের মতই আনন্দোচ্ছাসে ?
পাগলী তোর ছোট বেলার খেলার সাথী
তোর বিরহেই পুড়ছে এখন দিবা রাতি ।
পাগলী তোর মন ভুলানো গানের মাঝে
হৃদয় জুড়ে ছিন্ন সুরের বাঁশি বাজে
আগুন ঝরা ফুলকলিরা নিত্যনতুন বন্ধু যে সব
দিন ফুরলেই হাওয়ায় মিলায়,স্তব্ধ যে হয় সব কলরব।
পাগলী তোর শৈশবের সব খেলার পুতুল
আগলে রাখা সযতনে, দেখবি যদি নেই কোন ভুল
পাগলী তুই ইচ্ছে করেই পথ হারালি পথের মাঝে
তবুও পথিক ছেলে তোকেই খোঁজে সকাল সাঁঝে।
পাগলী তুই সুখেই থাকিস
না হয় শুধু স্মৃতি টুকুই মনে রাখিস।