বন বনানী কেটে মানুষ
করছে সবি নাশ,
পাখির ডাক যায়না শোনা
কোথা করবে বাস!
আগে যেমন গাছের ডালে
ছিল পাখির ঘর,
ভোরের বেলা ঘুম ভাঙাতো
পাখির মধু স্বর।
তাল সুপারী খেজুর গাছে
বাবুই বুনে বাসা,
ব্রহ্মদেশে অনেক আছে
দেখতে ভারী খাসা!
মানুষ অতি যে মূঢ়মতি
নিজে বিপদ ডাকে,
গাছ কাটাতে বাতাস হীনে
বিপদ আসে ঝাঁকে।
বন-বনানী বাঁচলে পরে
সুস্থ রবে সবে,
অক্সিজেন যাচ্ছে কমে
আর বুঝবে কবে?