পুকুর পাড়ে ডাহুক পাখি, কাদাখোঁচার দল
খঞ্জন কাক মৌটুসীকে দেখবি যদি চল।
বেনেবউয়ের সঙ্গে শ্যামা করছে নাচানাচি
শামুকখোল দোয়েল চড়ুই,অসংখ্য মৌমাছি।
ফিঙে উড়ে ফড়িং ধরে, চন্দনা ঐ ডাকে
রাজহাঁসটা জলে চড়ে, ঘুঘু পাতার ফাঁকে।
হাঁড়িচাচা লেজ ঝুলিয়ে,এদিক ওদিক চায়
গ্রীষ্মে চাতক জল পায় না, বৃষ্টি ঝেঁপে আয়।
টুনটুনিটা বাঁধবে বাসা, কুড়োয় কাঠিকুটি
ভোরের বেলা ডাকছে মোরগ, মাথায় লাল ঝুঁটি।
ময়না শালিক কাকাতুয়া, বাঁশপাতি করে গল্প
মাথায় ঝুঁটি বুলবুলিটা, কইছে কথা অল্প।
বকবুড়িটা এক পা তুলে, জলের দিকে চায়
মাছটি ধরে মহান সুখে তৃপ্তি করেই খায়।
শঙ্খচিলও সঙ্গে আছে,পেঁচা আসেন রাতে,
বনমোরগের ভাব হয়েছে নীলকন্ঠের সাথে।
বাবুই কেমন বাসা বানায়, উঁচু গাছের ডালে
টিয়ার নজর পাকা ফলে, পানকৌড়ির খালে।
ময়ূর নাচে পেখম তুলে, বর্ষার মেঘ দেখে
পায়রা ডাকে বকম বকম, মুনিয়াটা গান শেখে।
কাঠঠোকরা ঠকর ঠকর, ঠোঁট শানিয়ে নেয়
ছাতার পাখির কিচিরমিচির, ঘুম ভাঙ্গিয়ে দেয় ।
সেইসময়ে কোকিলা গায় মিষ্টি মধুর তান
মন ভরবে শোনো যদি,উদাস হবেই প্রাণ।