প্রজাপতি পাখনা মেলো সুরে
ফুলের বাগে তোমার পথে ঘুরে।
ফুলে ফুলে মধু খাবার কালে
পরাগ মিলন পাখা মেলার তালে।
রঙের বাহার পাখায় চিত্র আঁকি
ডানার মাঝে রঙের পেলব মাখি।
নীল হলুদে লাল কমলায় ঢাকা
মাঝে বিন্দু তারা সব যে রাখা।
ফুলের বাগে ফড়িং বন্ধুর সাথে
পরাগ মাখে বেশি করে মাথে।
পাখিরা সব দলে দলে বাগে
সুর মূর্ছনা বেজে ওঠে রাগে।
আকাশ থেকে পরি নামে দলে
প্রজাপতির সঙ্গ পাবো বলে।
কবি তখন কাব্য কথা লেখে
অপরূপ সে রূপ মাধুর্য দেখে।