কথায় ছিল অন্তরঙ্গতার সহস্র জোয়ারের ঢেউ
দু’চোখে চুপচাপ সমর্পণের ছায়া
সে সময়ও প্রেম মানে বুঝেছি প্রিয় জীবনকে
বুঝেছি তাকে রক্ত গোলাপে,বসন্ত বিলাপে
চাঁদের আলোর অবগাহনে
বুঝেছি নিশ্চিত দহনেও কোনও অশ্রুপাত নয়, রক্তপাতও নয়
সব বাঁধা পেরিয়ে নিজের কাছে ফিরে আসার সে এক
বিপরীতমুখি হাওয়ার চড়াই উতরাই পেরনো পথ
কোনও আবেদন নিবেদন নয়
দীর্ঘ কোনও ধ্রুপদী প্রতিবেদনও নয়
নিখুঁত ও নির্দিষ্ট গন্তব্যের উচ্ছ্বাস ও সাহস
তুলে নিলে হাতে অবাধে অনায়াসে
সাড়া জাগানো ভালোলাগা স্বপ্ন দেখে যাওয়া যায়
আর অন্ধেরও ঘোর অন্ধকার মুছিয়ে দেওয়া যায়
অদ্ভুত জাদুর বিস্ময়- রহস্যের মতো
শুধু যন্ত্রণার আঁচড়ে লাগা রক্তের দাগ
মুছে দেওয়া যায় না কোনও কিছুতেই
বুকের ভেতর কেঁপে কেঁপে ওঠে হাওয়ার পাখসাট ।