ভালো লাগে বাংলার গাছ সব দেখিলে,
বাঙালির মন খুশি ফল গাছে ফলিলে।
নানা ঋতু ফুলে ফলে গাছ সাজে বাহারে,
পাকা আম হলে পরে খেয়ে সুখ আহারে।
ইট জানি পাকা হয় কাঁচা ইট পোড়ালে
রং পাকা হয় যদি টিকে জলে চোবালে।
চতুর যে হয় তাকে পাকা বলে বিচারে,
সোনা রঙে ধান পাকা দেখে খুশি চাষারে।
পাকা দেখা হয় রীতি কন্যার বিয়েতে,
প্রেম পাকে প্রেমিক ও প্রেমিকার হিয়েতে।
ছোট যদি বলে পাকা সবে থাকে হাসিতে,
সর্দিটা পাকা হলে কষ্ট যে কাশিতে।
পাকা চুল কলপেতে হয়ে যায় কালোরে,
জ্ঞানীদের উপদেশ খাসা পাকা ভালোরে।
পাকা সোনা যায় চেনা পোড়ে যদি আগুনে,
কুল পাকা হয় বেশি মধুমাস ফাগুনে।