জমলে কথা মনের ব্যাথা হৃদয় মাঝে রোজ,
আপন মনে কি বিড়বিড় কেউ নেয়না খোঁজ!
ব্যস্ত মানুষ ভীষণ রকম কাজ অকাজের ভিড়,
টেনশন নামক বদ হজমে শান্তি বিঘ্নিত চৌচিড়।
পাশেই বসে ঘরের মানুষ তবু দূরের মানুষ প্রিয়,
দাঁড়িপাল্লায় কেন সম্পর্ক মেপে বাড়াও সন্দেহ!
বেশ নাজেহালে মধ্যবিত্ত ,মুদ্রাস্ফীতির গুঁতো,
“ভোট দিন সোনায় মুড়বো”,ছল চাতুরীর ছুতো!
এই তো শুরু মিটিং মিছিল জনজোয়ারের ধুম,
ইয়ংবিগ্রেড মোবাইল প্রেমে কমিয়েছে প্রিয় ঘুম।
খাবার কম নো পরোয়া, নিরবিচ্ছিন্ন হোক নেট,
4G নাহলে সোশ্যাল মিডিয়ায় লজ্জা মাথা হেঁট!