আমার কাঙ্খিত প্রেমের দীর্ঘনিঃশ্বাসে ঝরে পড়ছে আগুন,
অবদমনের স্বরলিপিতে আবদ্ধ পহেলা ফাগুন l
সমস্ত অভিমান উপেক্ষা করে এসেছে বসন্ত,
কৈশোরের দিনলিপিতে বাঁধন মুক্ত দিগন্ত l
ভালোবাসার কলিতে দোলা দেয় ফাল্গুন বাতাস,
আজ বসন্তে দাও আমাকে প্রেমের আশ্বাস l
আমার কাঙ্খিত প্রেমের দীর্ঘনিঃশ্বাসে ঝরে পড়ছে আগুন,
অবদমনের স্বরলিপিতে আবদ্ধ পহেলা ফাগুন l
সমস্ত অভিমান উপেক্ষা করে এসেছে বসন্ত,
কৈশোরের দিনলিপিতে বাঁধন মুক্ত দিগন্ত l
ভালোবাসার কলিতে দোলা দেয় ফাল্গুন বাতাস,
আজ বসন্তে দাও আমাকে প্রেমের আশ্বাস l