গাঁয়ে নদী কূলে সাদা কাশে দুলে
দাঁড় টেনে চলে মাঝি,
আকাশের নীলে মেঘে খেলে মিলে
অপরূপ রূপে সাজি।
ছায়া মাখা বটে আঁকা যেন পটে
বাগে ভরা ফুল থরে,
ঝরণার বুকে বনবালা সুখে
জল ছুঁড়ে খেলা করে।
কানে ফুল দুলে ওড়ে খোলা চুলে
চরণে নূপুর বাজে,
শিথিল বসনে সিনান মগনে
পুলক সুখেতে লাজে।
বলাকার দলে নভে ওড়ে চলে
নীড়ে ফিরে খুশি রবে,
ছানারা আশায় গাছের বাসায়
ক্ষুধায় কাতর সবে।
পাখি মাতা এসে দেয় ভালোবেসে
সোহাগে আদরে খেতে,
কিচি মিচি সুরে খেয়ে পেট পুরে
আনন্দে সবে মেতে।
রবি মামা হাসে পূবাকাশে ভাসে
ঢালে আলোকের ধারা,
যত দেখি ছবি হতে সাধ কবি
লিখিতে কাব্যে সারা।