কারও দুর্মর ভাবে
কারও মনের ভরাডুবি হয়
সংজ্ঞাহীন সময় আর অন্তহীন নীরবতা
সীমাবদ্ধতা অতিক্রম করে যায়
উড়ো কথার কারও সেই দুর্মর ভাব
আর মনের গহন আড়াল ভাঙতে
মাঠে নামে তর্কবাগীশজন
পরীক্ষা-নিরীক্ষা করতে করতে কিছু ছায়াসূত্র
এবং উদ্দেশ্যপ্রণোদিতের সংকেত সামনে আসে
অক্ষরবৃত্ত পঙক্তি ও সহজ শব্দদের সান্নিধ্যে
নিঝুম মুহূর্তের ভুলে যাওয়া মনের কথাবার্তা
আর ধারণাতীত ধারণা নিয়ে বাদানুবাদ হয়
কারও সুনীল আকাশের ঘন নীলিমার মায়ায়
ডুবে যায় কারও ভাব ও ভাবনা
কারও নীরব মনের মুখর সংলাপ
ও যাপনের কথকতা
কারও দুর্মর ভাবের সাথে কারও জীবন-যাপন
অসম্ভব মুগ্ধতায় জড়িয়ে থাকে
সময়ের সঙ্গহীন আবেগময়তায়
এক সময় মুগ্ধতা জড়ানো সেই যাপন মুহূর্ত
হারিয়েও যেতে পারে এক নিমেষে
ঘন ঘন পড়তে পারে দু’চোখের ভেজা পলক ।