অপঠিত কবিতার গায়ে ইঁদুরের কুটুস কুটুস
ফুলদানির পাপড়ি বাসি রুটির মতো ঝুরঝুর
ডাইনিং চেয়ারে আস্ত হাঙরের হাঁ
দেওয়াল থেকে ঠিকরে পড়া আকাশের কোহিনুর চোখ
মৃত্যুর ঘুম ভেঙ্গে জেগে ওঠা জীবনের জলভাত
পাখির মতো উড়তে পারার ক্ষমতা দেবার পর
পর্বতগুলোর পাখা ছাঁটাইয়ের অভিযান
ভুলের পরে ভুলের চিকিৎসা
নাকি ঠিকের পরে ভুলের সমস্যা
কবিতা শুধু বৈপরীত্যের বাহক
সমাধানের নয়