বাতাসিয়া মনটা কে চার্জ করে নিই
জিবাকের কিছু কবিতা পড়ে
সূর্য ভরা এক জাহাজ সামনে এসে দাঁড়ালে
মনে হয় বেঁচে আছি
শিরার বরফ লাল
মনে হয়
সংসারের শিকড় শেষে আনন্দ আছে
কড়াইয়ে ফুটতে থাকে
বিরাট এক দিন
তার কাজল শুধু লেগে থাকে চোখে
এভাবেই বয়ে যাবে সব
ভাঙাচোরা শব্দগুলোর গায়ে
কাঁচা ধানের প্রলেপ দিই
ওরা গ্ল্যাডিওলাসের বিছানায়
আড়িমুড়ি ভাঙে
বোবা জীবনের শেষ সিঁড়িতে
কবিতার ডাক নাম আরাম