এই ভালো, এ ভাবে না হয় দূরে দূরে
সাগর বেলার গল্প, সরাইখানার গল্প
ক্রিসমাস আর শীতের রোদ্দুর পাশাপাশি
পিকনিক তিস্তার চরে ।
বাদামি টেলিফোনে কান চেপে
হৃদয়ের দূরাভাষ দূরে দূরে,
কল্পনাতেই না হয় উড়ে গেলাম,
সীমান্তের ওপারে, বাতাসে ভাসিয়ে
নীল ডানা, নীলোৎপলা চোখের গভীরে কী
নীলজল, রূপোলী ঘামের কুচি, তোমার লীলায়িত
আলাপ মেঘের শরীর ছুঁয়ে
আকাশের
নাভিমূলে, অবশেষে ক্লান্ত হ’তে হ’তে
ক্লান্ত হ’তে হ’তে তুমি আর শুধু আমি সমুদ্র পাখির মত
প্রান্তরের ঘাসে শু’য়ে রব
জোছনা গ’লে যাবে তিস্তা ডিঙিয়ে দূরে বনে ।