গাছপালা নদীনালা , খাল বিল জলা,
ভূধর সাগর মরু, বনভূমিচয়।
আকাশ বাতাস আর, রবি শশী তারা,
প্রাকৃতিক পরিবেশ ,সবে এরে কয়।
ঘরবাড়ী সারি সারি ,গ্রামে ও নগরে ,
দোকান বাজার আর,পথঘাট গুলি।
শ্রম দিয়ে তিলে তিলে,গড়েছে মানবে,
মানবিক পরিবেশ, তাই একে বলি।
প্রাকৃতিক মানবিক ,পরিবেশ মিলে,
হয়েছে সুন্দর এই, নিখিল জগৎ।
সুসমন্বিত রূপের , ব্যত্যয় হইলে,
দূষণ ঘটিবে এর, বড় মারাত্মক।
অক্সিজেন ছাড়া অন্য, গ্যাস যদি মেশে,
ধূলিকণা সাথে হয়,বায়ুর দূষণ।
যে গ্যাস গ্রহণ করে,সব প্রাণী বাঁচে,
সেই গ্যাস দূষণে হবে,প্রাণীর মরণ।
এর থেকে বাঁচিবার , প্রধান উপায়,
কার্বন মনোক্সাইডের,বিনাশ করন।
বৃক্ষ ছাড়া বিনাশিতে, কোন গতি নাই,
অতএব করা চাই,বৃক্ষের রোপণ।
বনভূমি ‘ পরে অত্যাচার করি শত,
অবাধে কেটেছি মোরা,জনপদ তরে।
নির্মাণ করিয়াছি,কারখানা যত,
বিষায়েছি পরিবেশ, ধোঁয়ার আঁধারে।
সবুজ বনানী আজ, ইষ্টক প্রস্তরে,
ফেলিতেছে দীর্ঘশ্বাস, জীবকুল লাগি।
বন্য শ্বাপদ যত, অকূল পাথারে,
প্রাণ লয়ে ফিরিতেছে, দিবারাত্র জাগি।
হেথা হোথা বর্জ্য ফেলি, ভূমির উপরে ,
সরস উর্বর মাটি করেছি, ঊষর।
যাহা নাহি প্রয়োজন, তাহা নির্বিচারে,
ভূধরে সাগরে মোরা , ফেলি থরে থর।
কতরূপে কতভাবে, করেছি দূষণ,
জল স্থল বায়ু এবে, সতত গরলে।
কুফল ফলিছে তাই, প্রতি ক্ষণে ক্ষণ,
জীবন বিপন্ন আজি ,প্রতি পলে পলে।
তাই এসো পরিবেশে, রক্ষা করি মোরা,
মোদের অস্তিত্ব আজি , বিষম সঙ্কটে।
আমাদের চেতনায় , স্বচ্ছ হোক ধরা ,
প্রাণ হোক বিপন্মুক্ত, সুস্থ পরিবেশে।