আমার কবিতা কাটাকুটি হয়ে যায়
কখনো আবার শব্দ বদলে যায়,
ঝর্ণা কলম কতো কি বলতে চায়
যত আঁকিবুঁকি চোখের চশমাটায়।
কতোদিন ভাবি লিখবো অনেক কিছু
দায় দায়িত্ব লেগে থাকে আগু পিছু,
লুকিয়ে সময় বের করি কিছু কিছু
বাড়ির বাইরে চড়া রোদ চোখ রাঙায়।
পরিবর্তন আনতে সবাই চায়
কবিতায় কতো কলরব তোলা যায়,
কলম তো থাকে সবেতেই বাঙ্ময়
প্রতিবাদ আসে পশ্চিমা জানালায়।
দায় দায়িত্ব কার হাতে দেওয়া যায়
বাউন্ডুলে কবির কে আছে আর,
সেই পিছুটান মায়াবী যে চোখে ছিলো
সময়ের ফেরে কবেই নিয়েছে বিদায়।
দিনরাত এক কখনো বা হয়ে যায়
রাতচরা পাখি কি কথা যে বলে যায়,
ভোর হতে আর কিছুটা সময় বাকি
ব্রাহ্ম মূহুর্তে উপাসনা ভালো হয়।
একদিন ভাবি দেরি করি সব কাজে
বিপদ গুলো যে মাথার উপরে বাজে,
শ্যামের বাঁশি যে ভোর সকালেই বাজে
এ জীবন বাঁধা গতানুগতিকতায়।
পরিবর্তন চাইলে কি আর হয়
ছন্দপতন কে ভালো চোখেতে দেখে
ওষুধ গুলো তো ঠিকঠাক খেতে হয়
পরিবর্তনে রাত ভোর হয়ে যায়।
তবু আশা জাগে মানুষ তো ভালো চায়
দুমুঠো খাওয়াই সব শেষ কথা নয়
শিক্ষা জ্ঞান মেধা ও শক্তি সকলে বিকাশ চায়
পরিবর্তন আসে ধীর পায়ে রাত ভোর হয়ে যায়।।