হঠাৎ করে সব যেন নীরব হয়ে গেছে,
শান্ত, নিস্তরঙ্গ নদী কি কেউ দেখেছে!
কিন্তু আমি দেখেছি।
সেই কলকল বেগে বয়ে চলা,
সূর্যের আলো আর তরঙ্গের মিলনে যে
ঝিলমিল হাসি ছড়িয়ে যেত চারিদিকে!
আপন চলার ছন্দে যখন আমাকে ভাসিয়ে নিয়ে যেত!
আজ সব স্তব্ধ হয়ে গেছে।
সুপ্ত আর কঠিন কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছে।
নদী তার আগের দুরন্ত, চঞ্চল গতি হারিয়ে ফেলেছে।
হয়তো সে থেমে নেই, সে চলছে আজও
শুধু তার চলার গতি পরিবর্তন হয়েছে।