পরিবর্তন পরিবর্তন পরিবর্তন
এটাই কি যুগের সেই পরিবর্তন।।
ছোটো বেলায় শুনেছিলাম দাদু ঠাম্মির মুখে
সাগরের জলে নাকি জাহাজ ভেসে চলে
আর আজ দেখো সাগরের নিচে মেট্রো রেল চলে।।
পাখি রা সব ডানামেলে আকাশেতে ওড়ে
তাই দেখে মোদের মনে ওড়ার আশা জাগে
আজ মানুষ জাহাজে চড়ে আকাশেতে ওড়ে ।।
ছোটবেলায় বাবা মায়ের বাবা মা ডাকতে শুনেছি
এখন আর সেই বাবা মা ডাক ভুলতে বসেছি
বাবা এখন বাপি,পাপা , পা কিংবা ড্যাডি হয়েছে
মা ছেড়ে মাম্মি মম এসব হয়েছে।।
যুগের কি পরি -বর্তন হয়েছে।।
ছোটবেলায় দেখেছিলাম স্পষ্ট মনে পরে
বাড়িতে বয়স্ক বা গুরুজন কেউ এলে
মা ঠাম্মি বাবা কাকা তাঁর পায়ে প্রণাম করে।
সেই সব দিন চলে গেলো নুতন কিছু এলো
প্রণাম করা বাদ দিয়ে হাই হ্যালো বলো ।।
আত্মীয় স্বজন বাড়িতে কেও এলে
গুরবাতাস কুজোর জল গ্লাসে দিতো ঢেলে
পুরনো সেইদিনের কথা হয়ে গেলো শেষ
থামসাপ আর কোল্ড ড্রিঙ্কস এ আরাম লাগে বেশ।।
আগে মানুষ হেসে হেসে বলতো কথা পথে
এখন কথা বললে মানুষ, ঘাড় টি শুধু নাড়ে।।
বিকাল হলে আড্ডা দিতো ছোটো থেকে বুড়োরা
তাস কবাডি ফুটবল খেলতে ছেলেরা
লুডু খোখো আরো কিছু খেলতো মেয়েরা।।
সে সব দিন চলে গেলো এলো মোবাইল ফোন
ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এ সবই দিল মন।।
মা বাবারা ছেলে ফেলে ফেসবুককে মশগুল
ছেলেদের ও মোবাইল পেলে কাঁদন গেলো চুপ।।
মাষ্টারমশাই ইস্কুলেতে মোবাইলে ব্যাস্ত
ছাত্রদের পড়া গেলো দেশটা হলো শেষ তো।।
গুরুজনের সম্মান নেই ছোটরাই বড়ো হয়েছে j
যুগের কি পরি-বর্তন হয়েছে।।