সবাই যেন লাশ হয়ে আছে আজ
কেউ দেখেও দেখে না কোনো দুর্নীতি ;কুর্নীতি
করে যায় রচনা বর্বরতার ইতিহাস,
সভ্যতার এই জনারণ্যে
মানুষ আজও দলে দলে খুন হয় প্রকাশ্যে।
সাম্রাজ্য দখল যেন প্রবৃত্তির পরিচয়
কতিপয় নেতা কন মিথ্যে সহমর্মিতায় গা ভাসায়;
হাস্য-কৌতুকের সব নেতা নামক পুতুলদের আচরণ
তারা সবাই করে উন্মোচন রক্তের হোলির আবরণ।
অগণিত প্রাণ আজও মরছে; পুড়ছে; নিমেষেই হচ্ছে ছাঁই,
চোখেতে ছানি পড়েছে সকল বুদ্ধিজীবীর
কেউ আবার হয়েছে অন্ধ, তাই—–
স্বার্থে মোড়া মোটা কাঁচের চশমা পড়েছে সবাই।
এরাই আবার বুঝি আজ এবং আগামীর কান্ডারী
প্রত্যহ প্রভাতফেরির গলায় ঝোলে মৃত্যুর দড়ি
সাধারণ মানুষ বাঁচার রাস্তা হারায়
যেখানেই তাকায় দেখে তারা নেতারা পড়ায় বেরি।