আবেগের খরস্রোতা উপত্যকা ছেড়ে এখনই এসো না ,
পেয়েছো প্রকৃতি বরে প্রেমের প্রতিভা
নোয়ানো নাভির বিলে জুঁই জুঁই ঢেউ এর আলপনা ।
শরীরী আয়ুর শোকে সুদীর্ঘ দীর্ঘশ্বাসে
টক টক মৃত গন্ধ হতে পারে ,
মানস সাগরে মধু জমা করে কোনজন !
মনসার শাপে ডিঙ্গা সপ্তসুরে ভাসে
মধুর মঙ্গলকাব্য সহজে ডোবে না ।
তোমার মনের ফাল্গুনী পোত পোষ্য প্রস্তর ফুঁড়ে
জেগে আছে কুহু কুহু , তুমিই জানো না ।
যতকাল পারো সাহসী শিরার বুকে ধরে রাখো
মোহন বাঁশির মঞ্চে ব্রজের সংলাপ ,
পরিণত মাটির কঙ্কাল হতে এখনই চেয়ো না ।