মঞ্চে মাইক- লোভ এখনও গেলো না !
আরও কতো বিজ্ঞাপিত হবে !
নিজেই উত্তর করো নিজের প্রশ্নের !
শোনার অভ্যাস আনো ফিরিয়ে আবার ।
বিঘত নীচেই শুয়ে শুনে শুনে কালা
আর না- বলা কথার ভারে
লাখো লাখো মুখ ঢুলু ঢুলু ।
বোবা বরফের বুকে জমে আছে
বহুমুখী নদীর নাব্যতা ।
না – জানা ভাবনা -মুঠি
মঞ্চ- মূলে খুলে দিক
ঝাঁক ঝাঁক একপেশে উত্তরের ভুল ।
অতঃপর , নেমে নেমে পরিচিত হও পরস্পর ।