আমরা সবাই সবার কাছে কেবল পরিচিত এক ব্যক্তি
কেউ কারোর কাছে আপন নয়
তবুও কিছু চাওয়া – পাওয়া; মিছে ভালোবাসা আর একটু স্বার্থের জন্য আমাদের অভিনয় করতে হয়
আসলে আমরা কেউ আপন নয়,
কতবার আপন হব ভেবেছিলাম
সেই ভাবনাগুলো ছিল সবই মিছে
কিছু কিছু অনুভূতিতে লালায়িত হয়ে ছুটছি পিছে পিছে
সব মিছে..!
সব..!
সব মিছে।
এখানে কিছু দেখবার নেই
এখানে কিছু শুনবার নেই;
এখানে কিছু বলবার নেই
এখানে কিছু ভাববার নেই;
আমরা একে অপরের নিকট শুধুমাত্র পরিচিত ব্যক্তি সবাই।