পরিযায়ী বৃষ্টিতে ভিজে আনমনা রোদ্দুর,
অভিমানী রিমঝিমে বুকে জমিয়ে রাখে নিঃসঙ্গ আর্তনাদ,
নিরবতায় বসত করে স্বপ্নভঙ্গের ছলচাতুরি,
শিলালিপি লিখে রাখে ঝাঁ চকচকে মিথ্যেসুখে।
ঋতু ভেদে ভীড় করে যতি চিহ্নের সারি,
অন্তর মহল জুড়ে ব্যতিব্যস্ত হাঁসফাঁস,
অপেক্ষারত চোখ খোঁজে মরুদ্যানের সবুজ সজীবতা,
অমলিন মুহুর্তরা বেরিয়েছে রামধনুর সপ্তপদী পরিক্রমায়।
চিলেকোঠায় তবু তির্যক চাহনি ফেলে মধ্যাহ্ন,
সম্ভ্রমী একঝাঁক পরকীয়া ডানায় ভর করে স্থবিরতা,
নিরলস প্রশ্নের জবাবে সাক্ষ্য দেয় মৌনব্রত,
ফেরারী মন আবছায়া ছুঁয়ে অনর্গল ইচ্ছে আঁকে।