ক্লান্তির চোখে নেমেছে ঘুমের ঘোর
ঘোরের বালিশে স্বপ্ন বেঁধেছে বাসা ,
বাসার ভিতরে অনিকেত নাচে সুখ
সুখের ছিদ্র খোঁজে শকুনির পাশা ।
ভেবেছিলে বুঝি , অন্তারম্ভ হবে ?
এতো সোজা নয় শেষ থেকে শুরু করা ,
ভেসে চলে পাক নয়ানজুলির জলে
ছায়াপাকে হয় জীবনের ‘ জলভরা ‘!
তবু আশা কাঁধে কবিতার ইঞ্জিন
চেষ্টার শ্রমে দ্রাঘিমার দাঁড়ে দ্রুম ,
রক্তে জোয়ার অভিকর্ষের টানে
টেনে রাখা মানে পরাগ মধুপে ধুম্ ।
যতদিন তূলো ভ’রে যাবে রোদ , লেপে
উষরের বীজে মেঘ দেবে জলবায়ু ;
ভালবাসা ছুঁলে কাঁদবে না হিমবাহ
ততদিন সুরে থিতু সম্বিত আয়ু ।