একদিন হয়তো ফিরে গেছে হাওয়া
নিভে গেছে কুলুঙ্গির প্রদীপ
ও প্রদীপের অনন্ত আলোক শিখা
এই নিভে যাওয়ার ভেতরেই এখনও
সেই আলোর যা কিছু স্থাবর গচ্ছিত
দু’চোখ পলকে পলকে আজও
আঁকতে চাইছে যেন জীবনের পটচিত্র
আঁকতে চাইছে মানচিত্র পথেরও
যে পথ জুড়ে নিঃস্ব পথিক ছড়িয়ে দিতে চাইছে
শেকড় থেকে উৎকর্ণ সময়ের সংলাপ
এভাবেই হয়তো সব হারিয়ে যাওয়াগুলি
আর না পাওয়াগুলি একদিন
চেতনাবোধের পুনর্জন্ম দিতে পারে
আকাশ ছুঁয়ে দিতে পারে
সেই চেতনার প্রহর ভাঙা পরাক্রম… ।